
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি:
নিত্য বছর নতুন থিমে দিয়ে বরাবরই নজর কেড়েছে জলপাইগুড়ি শহরের দিশারী ক্লাব। এবারও তার ব্যতিক্রম হয়নি। দিশারী ক্লাবের এবারের থিম মাটির টানে মায়ের কাছে। দিশারী ক্লাবের মন্ডপের অভিনবত্ব, খাগের কারুকার্য, পোড়ামাটির শিল্পকলা দর্শকদের মন যে টানবে তার প্রমাণ পাওয়া গেছে প্রথম দিন থেকেই।
পঞ্চমী থেকেই দর্শনার্থীদের ভিড় দেখা গেছে পুজো মণ্ডপে।
এবারের আয়োজন প্রসঙ্গে
দিশারী ক্লাবের যুগ্ম সম্পাদক পিনাক প্রিয় ভট্টাচার্য বলেন, আমাদের মন্ডপটি পরিবেশবান্ধব হিসেবেই তৈরি হয়েছে। মাটি থেকে তৈরি করা সাজসজ্জার সামগ্রী গুলি সহজেই মাটিতে বিলীন হয়ে যাবে।