
নিজস্ব প্রতিনিধি,ওঙ্কার বাংলাঃ গ্রেফতার হলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাটাতে হলো কুড়ি মানিট কারাগারে। ভোট কারচুপি মামলায় অভিযুক্ত হন তিনি। বৃহস্পতিবার আটলান্টার জর্জিয়ার আদালতে আত্মসমর্পণ করেন ট্রাম্প। এবং সেখানেই গ্রেফতার হন তিনি। যদিও পরে শর্তসাপেক্ষে জামিন পান প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ।
ট্রাম্পকে গত সপ্তাহেই অভিযুক্তের তকমা দিয়েছিল জর্জিয়ার আদালত। তাঁর বিরুদ্ধে অভিযোগ, নির্বাচন শেষ হওয়ার পরেই সংশ্লিষ্ট আধিকারিককে ফোন করে ফলাফল পালটানোর নির্দেশ দেওয়া। পাশাপাশি, জো বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠানে তাণ্ডব চালায় ট্রাম্পের অনুগামীরা। সবমিলিয়ে মোট ১৯ জনকে অভিযুক্তের তালিকায় রাখা হয়েছে। তার মধ্যে রয়েছেন হোয়াইট হাউসের প্রাক্তন কর্মী থেকে শুরু করে ট্রাম্পের আইনজীবীরাও, বলে মার্কিন সংবাদ মধ্যম সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যে, রিপাবলিকানদের প্রেসিডেনশিয়াল ডিবেট থেকেও সরে দাঁড়িয়েছেন ট্রাম্প।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প সাফ জানিয়ে দেন, “বৃহস্পতিবার আমি জর্জিয়ার আটলান্টা আদালতে যাব, গ্রেফতার হতে।”তবে আদালতে হাজিরা দিয়ে ট্রাম্প জানিয়েছিলেন, তিনি নির্দোষ।