
বাবলু প্রামানিক, দক্ষিণ চব্বিশ পরগনা: মাদক পাচার চক্র মামলা রাজ্য জুড়ে। ফের গ্রেফতার হেরোইন বিক্রেতা। ২.৮৭ গ্রাম হেরোইন একটি মোবাইল ফোন নগদ ৩১২০ টাকা সহ গ্রেফতার হেরোইন বিক্রেতা। যার বাজার মূল্য ১৫ থেকে ১৮ লক্ষ টাকা। জীবনতলা থানার ঘুটিয়ারী শরীফ ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পায় । ঘুটিয়ারী শরীফ স্টেশন রোড হালদার পাড়া অটো স্ট্যান্ড থেকে নঈম মোল্লা কে গ্রেফতার করে। শনিবার তাকে আলিপুর আদালতে পাঠানো হয়। পুলিশ সূত্রে আরো জানা যায় তার সাত দিনের পুলিশ হেফাজত হয়েছে।