
স্পোর্টস ডেস্ক : ২৭ জুলাই শুরু হবে ১৩৩তম ডুরান্ড কাপ চলবে ৩১ অগস্ট অবধি । এদিন ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার থেকে এই ঘোষণা করা হয়। কলকাতার পাশাপাশি গত বছরের মতো এ বারও ডুরান্ডের ম্যাচ হবে অসমের কোকরাঝাড়ে আর দুই নতুন শহর জামশেদপুর, শিলংয়েও হবে ম্যাচ । তবে উদ্বোধনী ম্যাচ আর ফাইনাল হবে কলকাতার যুবভারতীতেই। এই নিয়ে টানা ৫ বার ডুরান্ড কাপ উদ্বোধন আর ফাইনাল হতে চলেছে কলকাতায়। বাংলার ফুটবল পরিকাঠামো নিয়ে বেশ খুশি সেনাকর্তারা। সেই কারণে যুবভারতীকে উদ্বোধনী আর ফাইনালের জন্য বেছে নেওয়া।
আইএসএল, আই লিগের দলরাও ছাড়াও সেনাবাহিনীর দলও অংশ নেবে ২৪ দলের এই টুর্নামেন্টে। গতবছর বাংলাদেশ আর্মি ও নেপালের ত্রিভুবন আর্মি যোগ দিয়েছিল এবারও বিদেশি দল আনার কথা । এবারেও প্রতি গ্রুপের প্রথম দল যাবে নকআউটে। তার সঙ্গে গ্রুপের দ্বিতীয় সেরা দুটি দলও সুযোগ পাবে। ১০ জুলাই থেকে শুরু হবে ট্রফি ট্যুর।