
অঞ্জন চট্টোপাধ্যায়, কলকাতা: মঙ্গলবার বিকেলবেলা এক অভিনব দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। চৌরঙ্গিতে অবস্থিত ‘ ৬৫তলা ছাদ থেকে ঝাঁপ দেন ভারতীয় সেনাবাহিনীর কলকাতায় দুই অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন। ডুরান্ড কাপের উদ্বোধনে কলকাতা সাক্ষী থাকল ৬৫ তলা থেকে বেস জাম্পের। কলকাতার আকাশে উড়লেন গ্রুপ ক্যাপ্টেন কমল সিং ওবের এবং সতেদ্র ভর্মা। বেস জাম্পিংয়ের কয়েক সেকেন্ড পরই তাঁরা প্যারাশুট খুলে দেবেন এবং সহজেই মাটিতে পা রাখলেন । কোনও ফুটবল টুর্নামেন্টের প্রচার নিয়ে এমন অভিনব পন্থা আগে কখনও দেখতে পাওয়া যায়নি।এটা আসলে একটি অ্যাডভেঞ্চারাস স্পোর্টস। নাম বেস জাম্পিং। এই খেলাটির সঙ্গে আপনারা অনেকেই হয়ত অপরিচিত থাকবেন। আসলে বিভিন্ন চলচ্চিত্রে আপনারা স্কাই ডাইভিং দেখে থাকেন। এটা অনেকটা তেমনই। তবেu এক্ষেত্রে কোনও বিমান থেকে ঝাঁপ দেওয়া হয় না। কোনও উঁচু বহুতল কিংবা সেতু থেকে ঝাঁপ দেওয়া হয়। যদিও দুটো ক্ষেত্রেই প্যারাশ্যুটের ব্যবহার অত্যাবশ্যক।১৪টা শহর ঘুরে অবশেষে ডুরান্ড কাপের ট্রফিগুলো মঙ্গলবার শহর কলকাতায় এসে পৌঁছল । আগামী ৩ অগাস্ট থেকে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে এই টুর্নামেন্ট শুরু হতে চলেছে।