
প্রদীপ কুমার মাইতি,ওঙ্কার বাংলা : বিজয়া দশমীর তিথি পড়ে যাওয়া মানেই পুজো শেষ, মা দুর্গা সপরিবারে কৈলাসের উদ্দেশ্যে রওনা দেন। আবার একটা গোটা বছরের অপেক্ষা। বাঙালি বছরের শুরুতে ক্যালেন্ডার পেলেই সবার আগে খুঁজে দেখে পুজো কবে পড়েছে, আর দশমী আসা মানেই নতুন বছরের ক্যালেন্ডারের অপেক্ষা। পুজোর সেই চারটেদিনের আনন্দের অপেক্ষা।
তবে এই কটা দিনে আনন্দে যে কোনও ঘাটতি থাকে এমনটা নয়। মন খারাপ হয় ঠিকই, তবুও তা আড়ালে রেখে নিয়মের মধ্যে দিয়ে মাকে হাসি মুখে বিদায় জানানো হয়। দশমীর দিন সদবা স্ত্রীরা আগে মাকে বরণ করেন, তারপর একে অপরকে সিঁদুর লাগিয়ে সিঁদুর খেলায় মেতে ওঠেন। বিভিন্ন জায়গার মত তমলুকের ইয়ুথ স্পোটিং ক্লাবে একে অপরকে সিঁদুর লাগিয়ে, সিঁদুর খেলায় মাতলেন মহিলারা তবে এবার উৎসবের মাঝেও বিষাদের সুর হয়ে গিয়েছে নির্যাতিতা এখনো বিচার পায়নি, জানালেন এলাকারই এক মহিলা। পুজো শেষে দশমীতে সবার মনে একই কথা। আসছে বছর আবার এসো মা।