
স্পোর্টস ডেস্ক : মরসুমে সুপার কাপ জেতার সুফল।Afc চ্যাম্পিয়ন্স লিগ ২-এর প্রিলিমিনারি পর্বে খেলবে ইস্টবেঙ্গল । তাঁদের প্রতিপক্ষ ঠিক হল তুর্কমেনিস্তানের ক্লাব আলতাইনের বিরুদ্ধে আগামী ১৪ অগাস্ট যুবভারতীতে খেলবে তারা ।
পশ্চিম জোন থেকে মোট চারটি দলকে যোগ্যতা অর্জন পর্ব খেলতে হবে। ইস্টবেঙ্গল-আলতাইনের ছাড়াও রয়েছে আল আহলি কুয়েত এসসি। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২’এ মোট ৩২ টি দল খেলবে। ২৭টি দল রয়েছে ২১টি সদস্য দেশগুলি থেকে। ১২ টি পশ্চিম রিজিয়ন এবং ১৫টি পূর্ব রিজিয়নের দল রয়েছে। পাশাপাশি তিনটি টিম সরাসরি এসিএল ২-তে কোয়ালিফাই করবে। যার মধ্যে পশ্চিম জোন থেকে দুটি এবং পূর্ব জোন থেকে একটি দল রয়েছে।১৭ সেপ্টেম্বর থেকে ৫ ডিসেম্বর রাউন্ড-রবিন ফরম্যাটে হবে Afc চ্যাম্পিয়ন্স লিগ ২। গত মরশুমের দলের তিন বিদেশী ভিক্টর ভাসকেজ, ফেলিসিও ব্রাউন ও আলেকজান্দার প্যানটিচকে অব্যহতি দেওয়ার সিদ্ধান্ত নেয় লাল-হলুদ ব্রিগেড।