
স্পোর্টস ডেস্ক :আইএসএলে ব্যর্থতার পরে শনিবার ভুটানে এএফসি চ্যালেঞ্জ লিগের প্রথম ম্যাচটি খেলতে নামছে ইস্টবেঙ্গল । গ্রুপ পর্যায়ের তিনটি ম্যাচই ইস্টবেঙ্গল খেলবে ভুটানে। ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ পারো এফসির। এরপর ২৯ অক্টোবর খেলবে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে এবং ১ নভেম্বর মুখোমুখি হওয়ার কথা নেজমেহ এফসির বিরুদ্ধে।গ্রুপ শীর্ষে থাকা দল পৌঁছে যাবে পরবর্তী রাউন্ডে। তবে দ্বিতীয় স্থানে শেষ করলেও সুযোগ থাকবে নকআউটে যাওয়ার। সেক্ষেত্রে পশ্চিম অঞ্চলের তিনটি গ্রুপের মধ্যে শ্রেষ্ঠ দ্বিতীয় স্থানাধিকারী যোগ্যতা অর্জন করবে কোয়ার্টার ফাইনালের। তবে ইস্টবেঙ্গলের চিন্তা ছিল এএফসির কাছে নতুন কোচ অস্কার ব্রুমোজের রেজিস্ট্রেশন আটকে ছিলো ফেডারেশনের গড়িমশিতে। অবশেষে শেষ মুহূর্তে ইস্টবেঙ্গল ফেডারেশনের অপেক্ষায় না থেকে নিজেরাই অস্কারের রেজিস্ট্রেশন করালো। ফলে অস্কার ডাগআউটে থাকতে পারবেন। এদিন ইস্টবেঙ্গলের সহকারী কোচ বিনো জর্জ জানালেন,আমাদের প্রস্তুতি ভালই হয়েছে। এখানে আসতে পেরে খুশি। তবে আমরা কোনওদিন আর্টিফিশিয়াল টার্ফে খেলিনি। তারওপর ভুটানের উচ্চতায় খেলতে হবে।’