
স্পোর্টস ডেস্ক :কলকাতা লিগের দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখল ইমামি ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে টালিগঞ্জকে সাত গোল দেওয়ার পর দ্বিতীয় খেলায় গোল সংখ্যা কমল, কিন্তু গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট সংগ্রহ করল লাল হলুদ। জর্জকে ৩-১ গোলে হারাল ইমামি ইস্টবেঙ্গল। যা ডার্বির আগে দলের আত্মবিশ্বাস বাড়াবে।এই ম্যাচে সার্থক গলুইদের মতো সিনিয়ার ফুটবলারদের দলে রেখেছিলেন লাল হলুদ কোচ বিনো জর্জ। ডার্বির আগে তিনি দেখে নিলেন সিনিয়ারদের।
রবিবার অবশ্য সহজে জয় পেল না ইস্টবেঙ্গল। ৩৪ মিনিটে প্রথম গোল করে জর্জ টেলিগ্রাফকে এগিয়ে দেন অমিত এক্কা। নিজেদের মাঠে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে ইস্টবেঙ্গল।দ্বিতীয়ার্ধের শুরুতেই একাধিক পরিবর্তন করেন ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ। এতেই বদলে যায় লাল-হলুদ। আমন সিকে-র জায়াগায় মাঠে নিয়ে আসেন সায়ন ব্যানার্জিকে। রোশল ডিপি-র জায়গায় নামান বিজয় মুর্মুকে। আর বুনন্দ সিংয়ের জায়াগায় সঞ্জীব ঘোষ। এরপর খেলায় ফেরে ইমামি ইস্টবেঙ্গল। লাল হলুদের হয়ে প্রথম গোল জেসিন টিকের। এরপর ব্যবধান বাড়ালেমন সায়ন ব্যানার্জী ও নাসিব রহমান।
দ্বিতীয়ার্ধের শুরুতেই নাসিবের দূরপাল্লার শট বারে লেগে ফিরে আসে। সুযোগসন্ধানী স্ট্রাইকারের মতো বক্সের সামনেই অপেক্ষা করছিলেন জেসিন। ফাঁকায় বল পেয়ে গোলকিপারকে পরাস্ত করে গোল করে যান। ফের গোল আসে ৬৫ মিনিটে। ডান দিক থেকে আসা ক্রস সেকেন্ড পোস্টে জালে জড়িয়ে দেন সায়ন ব্যানার্জি। ম্যাচের একেবারে শেষ দিকে নাসিব রহমান ফল ৩-১ করেলন।