
আমজাদ আলী শেখ,পূর্ব বর্ধমান: শুক্রবার জনচেতনা যাত্রা এসে পৌঁছলো বর্ধমান শহরে। ফ্যাসিবাদ ও নয়া উদারবাদের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এই পদযাত্রার আয়োজন করেছেন নকশালপন্থীরা। এই জনসচেতনতা যাত্রা এদিন প্রথমে বর্ধমান শহর প্রদক্ষিন করে তারপরে কার্জনগেটে এক সভা করা হয়।এদিন এই সভা থেকে উদ্যোগতারা জানান আমাদের এই জনসচেতনতা যাত্রা কোনো নির্বাচনী জোট তৈরি করা জন্য আয়োজন করা হয়নি । যেমনভাবে কৃষকরা ঐতিহাসিক লড়াইয়ের মাধ্যমে দিল্লির বুকে জয় হাসিল করেছিলো,মোদি সরকারকে বাতিল করতে হয়েছিল কৃষি আইন। সেই লড়াইয়ের ধারাবাহিকতাই হল এই জনসচেতনতা যাত্রা ।
উল্লেখ্য ফ্যাসিবাদ এবং নয়া উদারাবাদের কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে রাজ্য ব্যাপী পদযাত্রা ও সভা করার কর্মসূচি নিয়েছেন নকশাল পন্থীরা।তারই অঙ্গ হিসাবে শুক্রবার বর্ধমান শহরে জনসচেতনতা মূলক এই বিশেষ কর্মসূচী পালন করা হয়।