
আমজাদ আলী শেখ,পূর্ব বর্ধমান:আগামী ৮ জুলাই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। আর এই পঞ্চায়েত নির্বাচন কে কেন্দ্র করে ইতিমধ্যে গোটা রাজ্যর পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও বিরোধীদের হুমকি, মারধর করার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। ৮ তারিখ ভোটের দিন এবং ভোটের আগে ও পরে জেলার সিপিএম পার্টির মহিলা প্রার্থীদের এবং মহিলা কর্মীদের নিরাপত্তার দাবিতে জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দিল সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতি।সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদিকা সুপর্ণা ব্যানার্জি বলেন গোটা বাংলার পাশাপাশি পূর্ব বর্ধমানের সরাইটিকর,খাগরা গড়, সহ জামাল পুরের একাধিক জায়গায় সিপিএমের প্রার্থী দিতে দেওয়া হয় নি। যতো জায়গায় আমরা প্রার্থী দিয়েছি সেই সমস্ত এলাকায় আমাদের প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে।যদিও বামপ্রন্থীদের এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তারা জানিয়েছেন বামেরা মানুষের কাছে গুরুত্ব হারিয়েছে,তাই এই ধরনের অভিযোগ করছে।
সব মিলিয়ে প্রচারের শেষ দিনে শাসক ও বামেদের রাজনৈতিক তরজায় সরগরম পূর্ব বর্ধমান।