
স্পোর্টস ডেস্কঃ রবিবার ঘরের মাঠে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে তাঁর দল যে উজ্জীবিত হয়েই মাঠে নামবে, তা জানিয়ে দিলেন ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লস কুয়াদ্রাত। রবিবারের এই ম্যাচেই বোঝা যাবে সেরা ছয়ের মধ্যে থাকার কোনও সম্ভাবনা ইস্টবেঙ্গলের আছে কি না।
সুনীল ছেত্রীর দল এ বার লিগে মোটেই ভাল ও ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারেনি। তবে গত ম্যাচে ওডিশা এফসি-র বিরুদ্ধে তাদের গোলশূন্য ড্র তাদের আত্মবিশ্বাস কিছুটা হলেও বাড়িয়ে দিয়েছে। এ মাসের প্রথম সপ্তাহে কেরালা ব্লাস্টার্সকেও হারায় তারা, হায়দরাবাদের বিরুদ্ধেও জেতে। এই সাফল্যগুলিই তাদের ফের ছ’নম্বরের দৌড়ে উজ্জ্বল করে তুলেছে।
কার্ড সমস্যার জন্য বুধবার কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচে সাইডলাইনে থাকতে পারেননি কুয়াদ্রাত। এই ম্যাচে সাইডলাইনে ফিরছেন তিনি। দলের ছেলেদের বরাবরই উজ্জীবিত করে থাকেন। এখন আরও বেশিই উজ্জীবিত করছেন এবং তাঁর ধারণা, লাল-হলুদ শিবিরের ফুটবলাররা রবিবার যথেষ্ট উজ্জীবিত হয়েই মাঠে নামবেন।
শনিবার সাংবাদিকদের কুয়াদ্রাত বলেন, “দলের ছেলেরা যথেষ্ট উজ্জীবিত। গত ম্যাচের আগেও আমরা নিজেদের মধ্যে অনেক ভাল ভাল কথা বলেছিলাম। যেখানে আমি বলেছিলাম, এখন আমাদের ঠিক কী করতে হবে। তাই আমি বেঞ্চে না থাকলেও কোনও সমস্যা হয়নি। কারণ, ওদের কী করতে হবে, তা জানা ছিল। কালও ব্যাপারটা একই। কাল ছেলেরা উজ্জীবিত হয়ে মাঠে নামবে। কারণ, ওরা জানে যে মরশুমের শেষটা এমনই হওয়ার কথা ছিল আমাদের। সারা মরশুম আমরা যে পরিশ্রম করার জন্য, তা মরশুমের শেষে ভাল কিছু পাওয়ার জন্যই। আমরা যদি ছ’নম্বর জায়গাটা সুরক্ষিত করতে পারি, তা হলে সেই ভাল জিনিসটাই পাওয়া যাবে”।