
স্পোর্টস ডেস্ক : লড়াই করে জয়। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে কেরালা মাঠে কেরালা ব্লাস্টার্সকে ৪-২গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গল। এদিন যদিও লড়াই সহজ ছিল না।প্রথমার্ধের শেষে ১-১ ফলাফল ছিল।তবে শেষ ৪৫ মিনিট উত্তেজনায় ভরা ছিল । চারটে গোল, একটি লালকার্ড। জোড়া গোল সল ক্রেসপো এবং নাওরেম মহেশের। প্রথমে দাইসুকের আত্মঘাতী গোল দেওয়া হলেও পরে সেটা মহেশকে দেওয়া হয়। জয়ের ফলে ২০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে সাত নম্বরে উঠে এল কার্লেস কুয়াদ্রাতের দল। সমসংখ্যক ম্যাচ খেলে এক পয়েন্ট বেশি পেয়ে ছয় নম্বরে বেঙ্গালুরু এফসি। যুবভারতীতে পরের ম্যাচে সুনীল ছেত্রীদের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল । এই ম্যাচটাই টেবিলে পার্থক্য গড়ে দিতে পারে। এদিন কুয়াদ্রাত কার্ড সমস্যায় থাকতে পারেননি। ইস্টবেঙ্গল সুপার সিক্সে যাওয়ার স্বপ্ন দেখছে। আর এই ম্যাচে কোচিং করানো বিনো জর্জ বললেন,“আমাদের পরিকল্পনা সফল হয়েছে। আমাদের হেড কোচ ছেলেদের যে রকম নির্দেশ দিয়েছিলেন, তারা সেই নির্দেশ পালন করেছে। সব কিছুই ঠিকঠাক হয়েছে আজ। তাই জিততে পেরেছি।
আমাদের দলের তরুণ ফুটবলাররা দারুন খেলছে। আজ আমনের পারফরম্যান্স তো খুবই ভাল হয়েছে। ওর জন্য একটা গোল পেয়েছি আমরা। আমাদের কোচ কার্লস জুনিয়র খেলোয়াড়দের খুবই পছন্দ করেন, ওদের উৎসাহ দেন এবং অনেক সুযোগও দেন। ওরাও নিজেদের প্রমাণ করছে। পরের ম্যাচে আমাদের বেঙ্গালুরুর বিরুদ্ধে। ওরা নিশ্চয়ই খেলবে ওই ম্যাচেও। আশা করি সেরাটাই দিতে পারবে ওরা।’