
শুভাশিস ঘোষ: অপেক্ষা আর মুহূর্ত কয়েকের, মুখোমুখি হবে শতাব্দী প্রাচীন চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ইস্টবেঙ্গল ও মোহন বাগান। তাই আড্ডা, থিয়েটার, লিটিল ম্যাগাজিন কিংবা ভাত, মাছ মোচা ঘণ্ট এই সব ভুলে এই ম্যাচেই ত বাঙালি বাঁচে নিজের মতো করে। হারিয়ে যায় বিদেশের নাম যাদা লিগ গুলো। নিঃসন্দেহে এই ম্যাচকে কেন্দ্র করে উন্মাদনার থার্মোমিটারে চড়ছে পারদ। সদ্য জাতীয় পর্যায়ে সুপার কাপ জিতে ট্রফি জয়ের খরা মিটিয়ে মিছিয়ে গঙ্গা পারের এই ক্লাব। অন্যদিকে আইএসএলের শেষ তিন ম্যাচ হেরে জুয়ান ফেরান্ডোকে বিদায় জানিয়ে হাবাসকে স্বাগত জানিয়েছে সবুজ-মেরুণ শিবির। আবার দুই খেলোয়াড়কে লোনে ছেড়ে, তিন বিদেশিকে ফুটবলার কে নিয়ে ঘর ঘুছিয়েছে ইস্টবেঙ্গল । তবে মোহনবাগানকে রুখে দিতে কতটা সফল হবে কুয়াদ্রাতের ছাত্ররা। আবার মোহন শিবিরের হেডস্যার হাবাস কখনও ডার্বি না হারার হুঙ্কার দিয়েছে। তবে মোহনবাগান সুপার জায়েন্টকে হারিয়ে কী সব অতীতের ইতিহাস ভাঙবে ইস্টবেঙ্গল? শুধু সময়ের অপেক্ষা, কে জিতবে আইএসএলের এই মরশুমের প্রথম ডার্বি, সেই দিকে তাকিয়ে রয়েছে লাখ লাখ সমর্থক।