
স্পোর্টস ডেস্ক : প্রথমে বয়স ভাঁড়ানোর অভিআযোগে ইস্টবেঙ্গল নির্বাসিত হয় যুব লিগ থেকে। এবারে আইএসএলে যুবভারতীতে জামসেদপুর ম্যাচে টিফোর জন্য জরিমানা হল মোহনবাগানের। বিতর্কিত টিফো টনিয়েই এই বিপত্তি। আইএসএলের মতে টিফোয় যে বার্তা দেওয়া ছিল তা টুর্নামেন্টের নিয়ম ভেঙেছে। ৭-১০ লাখ টাকা দিতে হবে মোহনবাগান সুপার জায়ান্টকে। মূলত তামাক স্বাস্থ্যর পক্ষে ক্ষতিকারক এমন বার্তা দেওয়া হয়। যা নিয়মের মধ্যে পড়ে না।
যদিও জামশেদপুর ম্যাচে ৩-০ গোলে জেতে মোহনবাগান।মরসুমের শুরুতেই সমস্ত ফ্যান ক্লাবকে এক ছাতার তলায় নিয়ে আসে মোহনবাগান সুপার জায়ান্ট। সমস্ত ফ্যান ক্লাবকেই ম্যাচের আগে নির্দেশ দেওয়া আছে, কোনও টিফো প্রদর্শন করার আগে তা একবার ম্যানেজমেন্টের কাছে দেখাতে হবে। এই ফ্যান ক্লাব টিফোর অর্ধেক অংশ দেখালেও, ওই বিতর্কিত অংশটা ম্যানেজমেন্টকে দেখায়নি। তাতে ওই বিশেষ টিফো নিয়ে মাঠে প্রবেশের অনুমতি মিলত না।জামশেদপুর এফসি-কে হারানোর পর এ বার সবুজ-মেরুন বাহিনীর লক্ষ্য ডার্বি-জয়। শুক্রবারের ম্যাচের মতো সেই ম্যাচের আগেও নিখুঁত প্রস্তুতি নিতে চান মোহনবাগান সুপার জায়ান্টের অস্ট্রেলীয় স্ট্রাইকার দিমিত্রিয়স পেত্রত্রাস ।
শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে তিন গোলে জেতা ম্যাচের সাত মিনিটের মধ্যেই গোল করে প্রথমে দলকে এগিয়ে দেন পেট্রাটস। এই নিয়ে চলতি লিগে সাত গোল হয়ে গেল তাঁর। এর পরে দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান তাঁর স্বদেশীয় বিশ্বকাপার জেসন কামিংস এবং ম্যাচের শেষ দিকে তৃতীয় গোল করেন আলবানিয়ার ইউরো কাপার আরমান্দো সাদিকু, যিনি তার কিছুক্ষণ আগেই পরিবর্ত বেঞ্চ থেকে মাঠে নেমেছিলেন।