
স্পোর্টস ডেস্ক : গত কয়েকটি ডার্বিতে যে ছবিটা দেখা গিয়েছে সেটা ফুটবলের জন্য কখনও কাঙ্খিত নয়। দুই দলের সমর্থকরা ম্যাচের পরে হাতাহাতি জড়িয়ে পড়েন। গত ডুরান্ড কাপের ফাইনালের পরে তো কাঁদাপাড়ার মুখে ইস্টবেঙ্গল সমর্থকের জার্সি ছিঁড়ে দেন মোহনবাগান সমর্থকরা। ৯০ মিনিটের খেলার লড়াইয়ের পরে এমন ঘটনা বাংলার ফুটবলের জন্য কখনই ভালো বিজ্ঞাপন নয়। সেই কারণে শনিবারের ডার্বির আগে,উভয় দলের সমর্থক ও প্রশাসনকে শৃঙ্খলা পরায়ণ হওয়ার আবেদন শীর্ষকর্তা দেবব্রত সরকারের। এদিন লাল হলুদ শীর্ষকর্তা বললেন,’ডার্বির আগে আমার প্রশাসনের কাছে দাবি থাকবে প্রত্যেক ডার্বির আগে যে আমাদের সভ্য সমর্থকরা আক্রমণ হয় সেটা যেন না হয়। আমি এটাও মনে করি উভয়পক্ষের সমর্থকরা যেন ভালোভাবে ম্যাচটা উপভোগ করে। রেজাল্ট যেটাই হোক সেটা যেন মেনে নিয়ে বাড়ি ফেরে।’