
স্পোর্টস ডেস্ক : আইএসএলে ফের কাঠগড়ায় রেফারির মান। শনিবার ডার্বিতে রেফারি রাহুল গুপ্তর একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। এদিন ম্যাচের শেষে মোহনবাগানের প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু যেমন বললেন,’এআইএফএফ এখন অনেক কিছুতে খরচা করছে। একটু রেফারিংয়ের পিছনে খরচ করতে পারে। রাহুল গুপ্ত অপদার্থ, রেফারি সমাজের কলঙ্ক। উনি দিল্লির রেফারি, বরাবরই এরকম করে ভুল সিদ্ধান্ত নেয় ।’ এছাড়া বাগান অধিনায়ক শুভাশিস বোসও বলেন,’ ভারতীয় ফুটবলের যদি আরও উন্নতি করতে হয়, তাহলে রেফারিকে আরও বেশি ভালো হতে হবে। আরও ভালো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই ম্যাচে রেফারিই ফলাফল নিয়ন্ত্রণ করেছে। পেনাল্টি ছিল না, পেনাল্টি দিয়ে দিচ্ছে। ভুলভাল সিদ্ধান্ত নিয়ে হলুদ কার্ড দেখাচ্ছে। এই ম্যাচের উপর রেফারির কোনও নিয়ন্ত্রণই ছিল না। রেফারিংয়ের মান আরও উন্নত না হলে ভারতীয় ফুটবল কখনই সামনের দিকে এগিয়ে যেতে পারবে না।’ এদিকে এদিন পেত্রত্রাস ইস্টবেঙ্গলের সায়ন বন্দোপাধ্যায়কে সরাসরি আঘাত করেন তবুও তাকে কেনো লাল কার্ড দেখানো হল না সেই দাবিতে সোচ্চার ইস্টবেঙ্গল সমর্থকরা। তারা সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন বাগান সচিব সৃঞ্জয় বসুর মন্তব্যকে হাতিয়ার করে বলেন সত্যিই রাহুল গুপ্তসমাজের কলঙ্ক। তবে তার জন্যই মোহনবাগান হারা ম্যাচ ড্র করতে পারলো।