
স্পোর্টস ডেস্ক : ইডেনে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলের আইপিএলের ম্যাচ নিয়ে সংশয়। আইপিএলের দ্বিতীয় ধাপের সূচিতে নাইটদের পরের ম্যাচ আগামী ১৪ এপ্রিল প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্ট। এরপরেই আসলে ১৭ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামবে শাহরুখ খানের দল। কিন্তু সেদিন রাম নবমী হওয়ায় ভোটের মুখে নিরাপত্তাজনিত কারণে ম্যাচ আয়োজনের ঝুঁকি নিতে নারাজ কলকাতা পুলিশ। সিএবিকে চিঠি দিয়ে কলকাতা পুলিশ বলেছে ম্যাচ পিছিয়ে নিতে। সিএবি সেই মত বিসিসিআইকে চিঠি দিয়েছে। তবে ম্যাচ আদৌ পেছোবে কিনা সেটা নিয়ে সংশয় আছে আছে। যদি না হয় ম্যাচ অন্য জায়গা অর্থাৎ ধরমশালা বা বিশাখাপত্তনামে সরতে পারে কিন্তু সেটা হলে নাইট কর্তৃপক্ষ বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়বে।