
নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করার অনুমোদন নিয়ে দ্রুত রাজ্যের অবস্থান জানানোর জন্য তৃতীয়বার সময় দিল কলকাতা হাইকোর্টে। আগামী ২৩ শে এপ্রিলের মধ্যে মুখ্যসচিবকে নিজের অবস্থান জানানোর নির্দেশ বিচারপতি জয়মাল্য বাগচীর। এদিনও নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মুখ্যসচিবের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট। এদিন আদালতের নির্দেশে নিয়োগ দুর্নীতি মামলায় রিপোর্ট দেন রাজ্যের মুখ্যসচিব। রিপোর্টে মুখ্যসচিব জানিয়েছেন, লোকসভা নির্বাচনের পরে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করার বিষয়ে অনুমোদন নিয়ে রাজ্যের অবস্থান সিদ্ধান্ত জানানো হবে। তা নিয়ে ক্ষোভ প্রকাশ বিচারপতি জয়মাল্য বাগচীর। মুখ্যসচিবকে ডেকে পাঠাবো ? নির্বাচনের সঙ্গে বিচারপ্রক্রিয়ায় অনুমোদনের কি সম্পর্ক, পুলিশ কি FIR করা বন্ধ করেছে নাকি তদন্ত বন্ধ আছে প্রশ্ন বিচারপতি জয়মাল্য বাগচীর। আপনাদের বিলাসিতার জন্য তদন্তকারী সংস্থা বসে থাকবে বলের রাজ্য সরকারকে ভৎসনা বিচারপতির। মুখ্যসচিবকে এই সিদ্ধান্ত নিতেই হবে। হয়তো সিদ্ধান্তের কারণে কোন রাজনৈতিক দলের কাছে তিনি অপ্রিয় হয়ে যাবেন। কিন্তু তার থেকেও অনেক বড় দ্বায়িত্ব তার ওপর ন্যস্ত আছে বলেও মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচীর।