
নিজস্ব প্রতিনিধি:আবারও একবছরের অপেক্ষা।এবারের মতো শেষ হয়েছে বাঙালির প্রাণের উৎসব ।পুজো শেষের পর দশমীর মধ্যরাত অবধি ঠাকুরের ভাসান হয়েছে রাজ্যের বিভিন্ন ঘাট গুলিতে । প্রতিটি নিরঞ্জন ঘাটেই ছিল দর্শনার্থীদের ভিড়। তবে দশমীতে ঠাকুর ভাসানের রীতি হলেও রাজ্যের বেশ কিছু জায়গায় একাদশী দিনও দেবীর নিরঞ্জন করা হয়। আবার কয়েকটি পুজো মণ্ডপে ঠাকুর থাকেন একাদশীর পরেও। তাই বেশির ভাগ ঠাকুরের বিসর্জন হয়ে গেলেও ,এখনও বেশ মণ্ডপে গেলে মায়ের দর্শন পাওয়া যাবে।তাই প্রতিমা নিরঞ্জন পর্ব চলবে আরো কয়েকদিন ।