
তামসী রায় প্রাধান,ওঙ্কার বাংলাঃ আগামী ৫ সেপ্টেম্বর দু’টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে ত্রিপুরাতে। কিন্তু উপনির্বাচনে অংশগ্রহণ করছে না বাংলার শাসক তৃণমূল কংগ্রেস। তৃণমূলের তরফে ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত রাজীব বন্দ্যোপাধ্যায় জানান,উপনির্বাচনে প্রার্থী না-দেওয়ার ব্যাপারে দল সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর, উপনির্বাচনে তৃণমূল প্রার্থী দিলে বিজেপি সুবিধা করে দিতে পারে। সেটা হলে লোকসভার আগে বিজেপি-বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের সকল দলের কাছে তৃণমূল সম্পর্কে “নেগেটিভ” বার্তা যেতে পারে। তাই মুখে স্বীকার না করলেও, ত্রিপুরায় সিপিআইএম-কংগ্রেস জোটকে সমর্থন করছে তৃণমূল কংগ্রেস, বলে রাজনৈতিক মহলের ধারনা।
ত্রিপুরার ধনপুর ও বক্সনগর কেন্দ্রে উপনির্বাচন হবে। গত বিধানসভা নির্বাচনে ধনপুর থেকে বিধানসভা ভোটে লড়েছিলেন বিজেপি নেত্রী প্রতিমা ভৌমিক। প্রতিমা লোকসভার সাংসদ। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্য। বিধানসভা ভোটে জিতেও বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। সেই কারণে ধনপুরে উপনির্বাচন। ২০২৩ বিধানসভা নির্বাচনে বক্সনগর কেন্দ্রটি দখল করে সিপিআইএম। কিন্তু বিধায়ক সামসুল হকের মৃত্যুর কারণে সেখানে উপনির্বাচন হবে ৫ সেপ্টেম্বর।
প্রসঙ্গত, এই একই দিনে বাংলার জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে উপনির্বাচন। সেখানে সিপিআইএম প্রার্থীকে কংগ্রেস ও আইএসএফ সমর্থন করলেও, প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি বিধায়কের মৃত্যুতেই এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। ধুপগুড়িতে লড়াই ত্রিমুখী।