
নিজেস্ব প্রতিনিধিঃ নির্বাচনী বন্ডে প্রাপ্ত অর্থের ৫৫ শতাংশই পেয়েছে বিজেপি। মোট ১১,৪৫০ কোটি টাকার মধ্যে বিজেপি নির্বাচনী বন্ডের মাধ্যমে পেয়েছে ৬৫৬৬ কোটি টাকা। দ্বিতীয় স্থানে ১১২৩ কোটি টাকা পেয়ে জাতীয় কংগ্রেস। তৃণমূল পেয়েছে ১০৯৩ কোটি টাকা। বিজু জনতা দল পেয়েছে ৭৭৪ কোটি টাকা। ডিএমকে পেয়েছে ৬১৭ কোটি। অরবিন্দ কেজরিওয়ালের দল আপ পেয়েছে ৯৪ কোটি টাকা। প্রসঙ্গত শীর্ষ আদালতের নির্দেশে এসবিআই মঙ্গলবার নির্বাচনী বন্ডের তথ্য জমা দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশনকে। সেই বন্ডের ক্রেতা এবং প্রাপক দলের লম্বা তালিকা ওয়েবসাইটে প্রকাশও করে দিল নির্বাচন কমিশন। তালিকায় বন্ড কেনায় শীর্ষে বিতর্কিত লটারি ব্যবসায়ী মার্টিন সান্তিয়াগোর সংস্থা ‘ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস’। ১,৩৬৮ কোটি টাকার নির্বাচনী বন্ড কিনেছে তারা। বন্ড কেনায় তার পরেই রয়েছে তেলুগু ব্যবসায়ী কৃষ্ণা রেড্ডির সংস্থা ‘মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড’। ৯৬৬ কোটি টাকার নির্বাচনী বন্ড রাজনৈতিক দলকে অনুদান দিয়েছে তারা। মূলত হায়দরাবাদ কেন্দ্রিক এই সংস্থা একাধিক সরকারি প্রকল্পের বরাত পেয়েছে।