
শংকর সেনগুপ্ত, আলিপুরদুয়ার : গভীর রাতে দাঁতালের হামলা আলিপুরদুয়ারে l ক্ষতিগ্রস্ত এলাকার চারটি ঘর সহ, কলা ও সুপারি বাগান। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের নারারথলি গ্রামে। জানা যায়, মাঝরাতে একদল গজরাজের দল গ্রামে ঢুকে তাণ্ডব চালায়। হাতির দলের তাণ্ডবে এলাকার চারটি ঘর ক্ষতিগ্রস্ত হয়। সঙ্গে এলাকার কলা ও সুপাড়ি বাগানেও তাণ্ডব চালায় হাতির দল, সেখানেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জনান চাষিরা।
শুক্রবার দুপুরে ঘটনাস্থলে এসে ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন বন বিভাগের নারারথলি বিটের আধিকারিকরা।
বন বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, “সরকারি নিয়মে আবেদন করলে ক্ষতিপূরণ দেওয়া হবে।” প্রসঙ্গত বর্ষার তাণ্ডবে ভেসে গেছে উত্তরবঙ্গ। তাই খাদ্যের খোঁজে বারবার লোকালয়ে ঢুকে পড়ছে বুনো হাতের দল। তবে এবার হাতির হামলা রুখতে নজরদারি বাড়িয়েছে বনদপ্তরের পাশাপাশি প্রশাসনের তরফেও ।