
অরূপ পোদ্দার, শিলিগুড়ি:অসম থেকে শিলিগুড়ি হয়ে বেনারসে পাচারের আগে উদ্ধার তিন পিস হাতির দাঁত। গোপন সূত্রে খবর পেয়ে এনজেপি স্টেশনে হানা দেন গোয়েন্দারা। দুই পাচারকারীকে আটক করতেই রহস্য ফাঁস হয়। উদ্ধার হয় তিন পিস হাতির দাঁত।এগুলির ওজন ৭ কেজি ৩২০ গ্রাম। যার বাজার দর প্রায় ১০ কোটি ৯৮ লাখ টাকা। DRI সূত্রে জানা গিয়েছে উত্তরপ্রদেশের নেপাল সীমান্ত দিয়ে অন্য দেশে দাঁত গুলিকে পাচারের ছক কষেছিল তারা। অসমের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান থেকেই কি হাতির দাঁত সংগ্রহ করেছিল চোরাশিকারীরা। রবিবার শিলিগুড়ি মহকুমা আদালতে ধৃতদের তোলা হয়,ধৃতদের একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।