
অঞ্জন চট্টোপাধ্যায়,কলকাতা: কলকাতায় এসে পৌঁছালেন কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার গোলকিপার এমি মার্টিনেজ ।মোহনবাগানে এসে পেলে-মারাদোনা-সোবার্স গেট উদ্বোধন করবেন এমি। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। মোহনবাগান অলস্টার বনাম কলকাতা পুলিশ কমিশনার অলস্টার ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তার । এই ম্যাচের উদ্বোধন হবে তাঁর হাত ধরেই। মূলত মোহনবাগান ক্লাবে খেলে যাওয়া প্রাক্তন খেলোয়াড়রা খেলবেন এই অলস্টার ম্যাচে। সোমবার মোহনবাগান ক্লাবের তরফে ঘোষণা করা হল মোহনবাগান অলস্টার দল।
বিশ্বকাপ জয়ী এই গোলকিপার নিয়ে বেশ কয়েকদিন ধরেই উৎসাহ ও উদ্দীপনা তুঙ্গে ছিল শহরবাসীর।সোমবার তাকে ঘিরে ফুটবল প্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।