
ওঙ্কার ডেস্ক: পহেলগাঁও হত্যাকাণ্ডে রাগে ফেটে পড়েছে গোটা দেশ। জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন আনুমানিক ২৬ জন। বেড়াতে গিয়ে এমন ঘটনা কল্পনাও করেননি পর্যটকেরা। নিন্দায় মুখর গোটা দেশ। বলিউডের তারকারাও তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন সমাজমাধ্যমে। জাভেদ আখতার থেকে শুরু করে অক্ষয় কুমার, সকলেই প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু চুপ বলিউডের অভিনেতা অমিতাভ বচ্চন। বরং এই সময়ে একটি ‘অপ্রাসঙ্গিক’ পোস্ট করে নিন্দার শিকার হয়েছেন বর্ষীয়ান তারকা।
পহেলগাঁও ঘটনার নিন্দায় সরব সমাজমাধ্যমও। কিন্তু মঙ্গলবার রাত ১২টার পরে হঠাৎই সমাজমাধ্যমে একটি রহস্যময় পোস্ট করেন অমিতাভ বচ্চন। ‘টি ৫৩৫৬’ এই সংখ্যা নিজের সমাজমাধ্যমে লেখেন তিনি। কিন্তু এর অর্থ কী, তা স্পষ্ট করে লেখেননি বিগ – বি। এই পোস্টের পরেই অমিতাভের বিরুদ্ধে একের পর এক কটাক্ষের ঝড় শুরু হয়। কেন পহেলগাঁও নিয়ে বিগ-বি কিছু বললেন না, সেই প্রশ্ন তুলেছেন তাঁর অনুরাগীরা।
উল্লেখ্য, অমিতাভের এই পোস্টে মন্তব্য করেছেন অনেকেই। তারা কেউ কেউ জানতে চেয়েছেন, “এই পোস্টের অর্থ কী? কোন প্রসঙ্গেই বা এই মন্তব্য করেছেন?” আবার একজন লিখেছেন, “এমন ঘটনার পরেও আপনি নীরব? আপনার নীরবতাই কিন্তু অনেক কিছু বলে দিচ্ছে।” কেউ কেউ তো কড়া ভাষায় লিখেছেন, “কাশ্মীরের ঘটনা নিয়ে কিছু বলছেন না। অথচ এই সব নিরর্থক পোস্ট করছেন।” তবে অবাক ঘটনা এইটাই যে এমন একাধিক মন্তব্যের পরেও নীরব অমিতাভ বচ্চন।
পহেলগাঁও-এর ঘটনায় বলিউড থেকে ক্ষোভ প্রকাশ করেছেন সঞ্জয় দত্ত, ভিকি কৌশল, অক্ষয় কুমার, জাভেদ আখতার, আলিয়া ভট্ট, অনুষ্কা শর্মা, কঙ্গনা রনৌত, জাহ্নবী কপূর, রশ্মিকা মন্দানা। কিন্তু ‘টি ৫৩৫৬’ লিখে কি বলতে চাইলেন তা এখনও পর্যন্ত পরিষ্কার নয়। এই সংখ্যার মাধ্যমে কিসের ইঙ্গিত দিলেন অভিনেতা তা সময়ই বলতে পারবে।