
ওঙ্কার ডেস্কঃ কিছুদিন আগেই বাংলার দুই সুপারস্টার একই সময়ে সমাজমাধ্যমে একটি পোস্ট করেন। তাতে লেখা ছিল ‘নতুন বছর, নতুন আমি, নতুন খবর। চোখ রাখুন নেটফ্লিক্সে।’ এবার সব জল্পনা শেষ করে ৩ তারিখ নীরজ পাণ্ডের ‘খাকি: দ্য বেঙ্গল চ্যা প্টার’ সিরিজের টিজার সামনে এসেছে। সিরিজের কাস্টিং নিয়ে প্রথম থেকেই চর্চা ছিল তুমুল।
বাংলা নয়, হিন্দি এই ওয়েব সিরিজে প্রথমবার বাংলার দুই সুপারস্টার একসঙ্গে একই সিরিজে রয়েছেন। তাতেই অনুরাগীদের উত্তেজনার শেষ নেই তার সঙ্গে সিরিজে রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যা য়, জিৎ, পরমব্রত চট্টোপাধ্যা য় ও শাশ্বত চট্টোপাধ্যা য়। জিৎ রয়েছে পুলিশ অফিসারের ভূমিকায়। অন্যদিকে রাজনীতিবিদের চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পুলিশের ভূমিকাতে থাকবেন পরমব্রতও। শাশ্বতকে দেখা গেল সাদা পাঞ্জাবিতে। এছাড়াও টিজারে দেখা গেছে ঋত্বিক ভৌমিক, চিত্রাঙ্গদা সিং, আদিল জাফর খান এবং মিঠুনপুত্র মিমো চক্রবর্তী, পূজা চোপরাদের।
২০২২ সালে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল ‘খাকি: দ্য বিহার চ্যাপ্টার’। করণ ট্যাকার, অবিনাশ তিওয়ারি, অভিমন্যু সিং অভিনয় করেছিলেন। এর পর থেকেই নাকি ‘খাকি: বেঙ্গল চ্যাপ্টার’-এর প্রস্তুতি শুরু করেন নীরজ। অবশেষে মুক্তি পেল সেই টিজার।
টিজার জুড়ে বিভিন্ন অ্যাকশন, শুরুতেই বন্দুক, কার্তুজের ঝলক। ক্রমে পুলিশ, রাজনীতি ও খুনখারাপি মিলে মিশে জমজমাট দৃশ্যগুলি নিঃসন্দেহে কৌতূহল বাড়িয়ে দিয়েছে দর্শকদের। জিৎকে বলতে শোনা গিয়েছে, ‘যব তক কুছ বদলেঙ্গে নেহি, কুছ বদলেগা নেহি।’ অন্যদিকে কৈলাস খেরের কণ্ঠে শোনা গেছে ‘এক অউর রং ভি দেখিয়ে ইয়ে বাঙ্গাল কা’ এক অন্য মাত্রা যোগ করেছে টিজারে। এবার সিরিজটি আসার অপেক্ষায় রয়েছেন সিনেপ্রেমীরা ।