
ওঙ্কার ডেস্ক: গত ৫ মে পথদূরঘটনায় গুরুতর আহত হয়েছিলেন গায়ক পবনদীপ রাজন। বেসরকারি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়েছিল। বর্তমানে জানা গিয়েছে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। ধীরে ধীরে সুস্থতার পথে ‘ইন্ডিয়ান আইডল ১২’ বিজয়ী গায়ক পবনদীপ রাজন। আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরিত করা হয়েছে গায়ককে। পবনদীপের বন্ধু গোবিন্দ দিগারি একটি হাসিমুখে ছবি শেয়ার করেন তিনি। ওই ছবি দেখার পর কিছুটা আশ্বস্ত হয়েছেন তাঁর অনুরাগীরা।
বলিউড মাধ্যম সূত্রে খবর, গত সোমবার ভোর ৩.৪০ নাগাদ আহমেদাবাদের জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। হাসপাতালে থাকা অবস্থায় এক ভিডিও থেকেই গায়কের দুর্ঘটনার খবর পাওয়া যায় এবং সেই ভিডিও দ্রুত ছড়িয়ে পরে সমাজ থেকে সংবাদমাধ্যমে। সেখানেই দেখা যায়, পবনদীপ রাজনের আঘাত বেশ গুরুতর। হাসপাতালের বিছানায় অচৈতন্য চিকিৎসারত অবস্থায় শুয়ে রয়েছেন তিনি। জানা গিয়েছে, গায়কের ডান হাত এবং বাঁ পায়ে মারাত্মক চোট লেগেছে। শরীরের একাধিক হাড়ও ভেঙেছে। মঙ্গলবার ছয় ঘণ্টা ধরে পবনদীপের অস্ত্রোপচার হয়। তারপর আইসিইউতে রাখা হয় তাঁকে।
তবে বর্তমানে অনেকটাই সেরে উঠেছেন পবনদীপ। আইসিইউ থেকে কেবিনে রাখা হয়েছে তাঁকে। পবনদীপের বন্ধু গোবিন্দ দিগারি একটি ছবি পোস্ট করেন। সেখানে বন্ধু ও পরিবারের সঙ্গে হাসিমুখে ছবিতে দেখা গেছে পবনকে। ওই ছবি দেখে কিছুটা আশ্বস্ত হয়েছেন তাঁর ভক্তরা।
প্রসঙ্গত, ইন্ডিয়ান আইডলের আগে পবনদীপ ২০১৫ ভয়েস অফ ইন্ডিয়ার সিজন ১ এর উইনার ছিলেন। গান গেয়েছেন হিন্দি ও মারাঠি ছবিতেও। একাধিক কনসার্ট করেছেন বিদেশে। উত্তরাখণ্ড সরকারের কাছ থেকে পেয়েছেন ‘ইয়ং অ্যাম্বাসাডর অফ উত্তরাখন্ডে’-র শিরোপা। গান গেয়ে মন জয় করাই শুধু নয় পবন গিটার, কি বোর্ড, তবলা, ঢোলকের মত যন্ত্র বাজাতেও ওস্তাদ। বর্তমানে গায়কের দ্রুত আরোগ্য কামনা করছেন সকলেই।