
ওঙ্কার ডেস্ক: এ যেন শেষ হইয়াও হইল না শেষ, ফের বিতর্কে সংবাদের শিরনামে ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার। মা-বাবার যৌনতা নিয়ে অশ্লীল রসিকতায় তাঁর বিরুদ্ধে চটেছিল গোটা দেশ। তা নিয়ে জল গড়ায় বহু দূর। আর এবার বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের পাশে দাঁড়ালেন ইউটিউবার। সোশাল মিডিয়ায় আরও একবার কটাক্ষের শিকার হলেন তিনি। চাপের মুখে পোস্টও ডিলিট করেন রণবীর।
শনিবার সোশাল মিডিয়ায় লেখেন, “পাকিস্তানিদের প্রতি কোনও ঘৃণা নেই। ভারতীয়রা ঘৃণা ছড়াচ্ছে যদি প্রতিবেশী দেশের কেউ ভাবেন, তবে তাঁর প্রতি আমি ক্ষমাপ্রার্থী। আমাদের অনেকেই শান্তি চান। আমরা যখন পাকিস্তানের সঙ্গে দেখা করেছি ভালোবাসা ও অভ্যর্থনা পেয়েছি। বেশিরভাগ পাকিস্তানি শাস্তি ও সম্প্রীতির পক্ষে। ওই দুই খলনায়ক স্বাধীনতা থেকে আপনাদের অর্থনীতিতে প্রভাব ফেলছে।”
তাঁর বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনটি প্রমাণও দেন রণবীর। তিনি লেখেন, “প্রথমত গত কয়েক বছরে যে জঙ্গিরা পাকড়াও হয়েছে তারা সকলেই পাকিস্তানের। দ্বিতীয়ত জইশ-ই-মহম্মদের ভাই হাফিজ আব্দুর রউফের শেষকৃত্যে যোগ দেন সেনারা। তৃতীয়ত রাজ্যের অনুদানপ্রাপ্ত জঙ্গির কথা আপনাদের প্রতিরক্ষা মন্ত্রী স্বীকার করে নিয়েছেন। তবে আমি আপনাদের নিয়ে ভাবি, ওদের নিয়ে নয়। মনে হচ্ছে আমরা ঘৃণা ছড়াচ্ছি। যে ভারতীয়রা পাকিস্তানের সঙ্গে দেখা করেছেন তাঁরা নিশ্চয়ই বুঝতে পারবেন। সীমান্তে বসবাসকারী প্রত্যেকের জন্য আমি শান্তি প্রার্থনা করি। ভারত শুধুমাত্র সন্ত্রাসমুক্ত পাকিস্তান গড়ে তুলতে চায়।” এরপরই সেই পোস্ট দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। রেগে আগুন অধিকাংশ নেটিজেন। অবশেষে চাপের মুখে পোস্টটি ডিলিট করেন ইউটিউবার।