
ওঙ্কার ডেস্ক- আগেই প্রকাশিত হয়েছিল প্রতিম ডি’গুপ্তের ‘রান্নাবাটি’ ছবির নায়ক-নায়িকার লুক। এবার সেই ছবিতেই নাম প্রকাশ হল অভিনেত্রী শোলাঙ্কি রায়ের। অন্যদিকে ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার এবং অনির্বাণ চক্রবর্তী। ফের বড় পর্দায় জুটিতে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী ও সোহিনী সরকারকে।
জানা গেছে, ছবিতে সুপ্রিয়ার চরিত্রে অভিনয় করছেন শোলাঙ্কি। পরিচালক জানান, ‘‘সম্প্রতি বেশ কয়েকটা ছবিতে শোলাঙ্কির অভিনয় আমার পছন্দ হয়। তা ছাড়া ওর মধ্যে একটা স্নিগ্ধতা রয়েছে। সেই ভাবনা থেকেই ওকে নির্বাচন করা। ‘ভাগ্যলক্ষ্ণী’র প্রচার নিয়ে ব্যস্ত ছিলেন শোলাঙ্কি। তার পর ছবির প্রিমিয়ারে শোলাঙ্কির সঙ্গে কথা হয় ছবি নিয়ে। তার পর বাকি কথা এগোয়। তিনি জানান, শোলাঙ্কিকে নির্বাচন করা হয় পরে। কিন্তু এই চরিত্রের জন্য শুরু থেকেই তিনি শোলাঙ্কির কথাই ভেবেছিলেন।
ছবির বিষয়ে পরিচালক বলেন, এক মায়ের গল্প অনেকবার বলা হয়েছে। এক বাবার সংসার সামলে সন্তান সামলানোর গল্প খুব কমই দেখা গেছে। তিনি বলেন, সুজিতদার ‘পিকু’ ছবিতে বাবা-মেয়ের সুন্দর গল্প রয়েছে। দাদা অনায়াসে এই ধারার গল্প পর্দায় দেখাতে পারেন। ছবিতে নায়িকা আধুনিক মনস্ক তবে উগ্র আধুনিকা নন। একই ভাবে আইটি সেক্টরে চাকরি করলেও ঋত্বিকের মধ্যে পুরনো মূল্যবোধ এখনও বর্তমান। বাবা-মেয়ের গল্প, বাবার ‘মা’ হয়ে ওঠার গল্পের শুটিং মার্চ মাসের প্রথম ভাগ পর্যন্ত চলবে।