
ওঙ্কার ডেস্ক: সদ্য নিউইয়র্কে ‘মেট গালা’য় অংশ নিয়ে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে নতুন রেকর্ড তৈরি করেছেন শাহরুখ খান। বর্তমানে বিনোদন ইন্ডাস্ট্রি ব্যতীত অন্য কোনও বিষয়ে খুব একটা মাথা ঘামান না বাদশা। তবে পহেলগাঁও সন্ত্রাসের পর কড়া বার্তা দিয়েছিলেন অভিনেতা। তারপর আর কোনও সাড়া পাওয়া যায়নি কিং খানের পক্ষ থেকে! মেট গালায় নতুন ইতিহাস তৈরি করলেন, তবে দেশে ফিরেও অপারেশন সিঁদুর নিয়ে কোনও মন্তব্য করেননি শাহরুখ। এবার বলিউড মাধ্যম সূত্রে জানা গেল, কিং খানের বড় সিদ্ধান্তের কথা।
বর্তমানে যখন দেশে যুদ্ধের আবহ, তিনি নাকি শুটিং স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। শুটিং একটু এদিক-ওদিক হওয়া মানেই প্রযোজনা সংস্থার লোকসান। কিংবা তারকাদের ক্ষেত্রেও পরবর্তীতে ডেট পেতে অসুবিধে হয়। তবে এসবের উর্ধ্বে গিয়ে কিং খান এগিয়ে রেখেছেন দেশকে। জানা গিয়েছে, দেশের এমন যুদ্ধ আবহে সেনাবাহিনী যখন সীমান্তে নিজেদের জীবন বাজি রেখে লড়ছে, তখন এমতাবস্থায় নিজের বহু প্রতীক্ষিত বিগ বাজেট সিনেমা ‘কিং’-এর শুটিং করতে মন সায় দেয়নি বাদশার।
সূত্রের খবর, দেশের বর্তমান উত্তপ্ত পরিস্থিতির কথা মাথায় রেখে ‘কিং’ সিনেমার নির্মাতা এবং শাহরুখের টিমের তরফেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের মত, যুদ্ধবিরতি সত্ত্বেও, পরিস্থিতি এখনও সংবেদনশীল। তাই সকলেই উদ্বিগ্ন, এটা তাঁদের শুটিংয়ের কাজ শুরু করার জন্য উপযুক্ত সময় কিনা! শোনা যাচ্ছে, ১৬ মে থেকে ছবির কাজ শুরু করার কথা ছিল শাহরুখ খানের। তাঁরা মনে কছেন, এই আবহ মিটলে সেটে যাওয়া ভালো হবে। সূত্রের খবর, ‘কিং’ ছবির প্রথম শিডিউলের শুটিং মুম্বইতে হওয়ার কথা। তার পর ইউরোপ, সৌদি আরবের বিভিন্ন সব লোকেশনে শুটিং শুরু হবে। আপাতত এই উত্তপ্ত পরিস্থিতি শেষ হওয়ার অপেক্ষায় বলিউড।