
ওঙ্কার ডেস্ক- গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে ফেডারেশন বনাম পরিচালক গিল্ডের দ্বন্দ্ব। সম্প্রতি টলিপাড়ার তিন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায় এবং সৃজিত রায়কে কাজ করতে বাঁধা দেওয়া হয়। বিনা নোটিশে বন্ধ করে দেওয়া হয় পরিচালক সৃজিত রায়ের শুটিং সেটের কাজ। সেই তরজা চলছে এখনও। সৃজিত রায় ফেসবুক লাইভে এসে এই ঘটনা জানান। শুটিং বন্ধের কারণ জানতে চেয়ে তিনি ফেডারেশনকে ইমেল পাঠিয়েছিলেন, কিন্তু তার জবাব মেলেনি।
রাজ চক্রবর্তী, সুদেষ্ণা রায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য ও সুব্রত সেন এই ঘটনায় এগিয়ে এসেছিলেন। তাঁরা ফেডারেশনের সঙ্গে এই বিষয়ে আলোচনার মাধ্যমে সুরাহা করতে চেয়েছিলেন। কিন্তু শুক্রবার সাংবাদিকদের স্বরূপ বিশ্বাস জানান, “ইচ্ছাকৃতভাবে শুটিং বন্ধ করেছেন পরিচালকরা। তাঁরা আলোচনা না করেই শুটিং বন্ধ করেছেন। সেটে পরিচালকদের পাশাপাশি সকলের সম্মান পাওয়া উচিত। পরিচালক গিল্ডের উচিত আগে নিজেদের এক্তিয়ার বোঝা। তিনি আরও বলেন, “আমরা ধর্মঘট ডাকলে ইন্ডাস্ট্রির একটা পাতা নড়বে না। আমরা ধর্মঘট চাইনি, আলোচনা চেয়েছিলাম।
সুব্রত সেন এবং সুদেষ্ণা রায় জানিয়েছেন, ‘আমরাও মুখ্যমন্ত্রীর নির্দেশ মাথায় রেখে কোথাও কাজ বন্ধ রাখব না। শুধু পরিচালকরা ফ্লোরে যাবেন না। পরিচালকদের হাত থেকে কাজ কেড়ে নেওয়া হচ্ছে। যখন-তখন শুটিং বন্ধ করে দেওয়া হচ্ছে। আলোচনায় বসতে চাইলে সাড়া মিলছে না। তাই পরিচালকেরা যথেষ্ট অপমানিত হয়েই ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন।’ কবে ফের আবার তলিপারায় শুটিং শুরু হবে সেবিষয়ে কোনও নিশ্চয়তা মেলেনি।