
ওঙ্কার ডেস্ক: একসময় দুই মুখার্জির সম্পর্কের কথা টলিউডে ওপেন সিক্রেটই ছিল। চুটিয়ে প্রেম করতেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়। তবে সম্পর্ক পরিণতি পাওয়ার আগেই পরিচালকের সঙ্গে সম্পর্ক ভাঙে অভিনেত্রীর। তবে সেসব কথা এখন অতীত। বর্তমান দিনে দুই তারকাই একে-অপরের ভাল বন্ধু। গত বছরই সৃজিতের টেক্কা ছবিতে উপস্থিত ছিলেন স্বস্তিকা। অভিনেত্রী তাঁর প্রাক্তনদের নিয়ে রাখ ঢাক করে কথা বলেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন যে তিনি তাঁর প্রাক্তনকে কী পরামর্শ দিতে চান।
স্বস্তিকা সেই সাক্ষাৎকারে তিনি জানতে চান সৃজিত কবে একটু শাক-সবজি খাবেন আর রেড মিট থেকে নিজেকে দূরে রাখবেন। অভিনেত্রীর কথায় সৃজিত ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারে নাকি রেডমিট খেয়ে থাকতে পারে। শুধু তাই নয়, সৃজিত নাকি বেশিই খান। স্বস্তিকা বলেন, আমার এত জায়গায় সৃজিতের সঙ্গে দেখা হয়েছে, ইভেন্টে, ছবির প্রমোশনে, শ্যুটিংয়ে, ব্যক্তিগতভাবে, কোনও সময় দেখলাম না একটা মানুষকে ফল খেতে, কোনও সময় দেখলাম না ডাল খেতে, কোনও সময় দেখলাম না শাক-সবজি খেতে। একটা মানুষ শুধু মাংস খায়। তাই তাঁর হাসপাতালে যাওয়াই স্বাভাবিক।
স্বস্তিকা আরও জানান যে সৃজিত নিরামিষ খাবার খান না। এমনকী জলও খুব একটা খেতে দেখেননি সৃজিতকে। অভিনেত্রী জানিয়েছেন যে পরিচালক শুধুই মাংস খায়। চিকেনও তিনি শাক-সবজি মনে করেই খান। তাই পরিচালকের হাসপাতালে যাওয়াটাই স্বাভাবিক বলে মনে করছেন স্বস্তিকা। তিনি অসুস্থ না হলে নায়িকা খুব অবাকই হতেন। প্রসঙ্গত, কিছুদিন আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন পরিচালক সৃজিত। বেশ কয়েকদিন হাসপাতালেও ভর্তি ছিলেন। তারপর ফিরে এসে সৃজিত চিকেন স্ট্যু-এর ছবি পোস্ট করেন।
স্বস্তিকার তাঁর স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর বহু তারকার সঙ্গেই সম্পর্কে জড়ান। যার মধ্যে অন্যতম ছিলেন পরিচালক সৃজিত। সৃজিত মুখোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে চর্চা হয়েছে বিস্তর। এখন অবশ্য নিজেকে সিঙ্গল বলেই দাবি করেন নায়িকা। মেয়ে অন্বেষাকে নিয়ে সুখের জীবন তাঁর।