
ওঙ্কার ডেস্ক : বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের আয়োজনে কলকাতার আইসিসিআর নন্দলাল বসু গ্যালারিতে শুরু হয়েছে ‘দ্য শেডস অফ নুড-2’ শিল্প প্রদর্শনী। এই প্রদর্শনী চলবে ৩০ মার্চ পর্যন্ত। প্রেসিডেন্ট সুরথ চক্রবর্তীর নেতৃত্বে এবং ব্র্যান্ড ফেস শর্মিষ্ঠা রায়চৌধুরীর উপস্থিতিতে এই শিল্প প্রদর্শনীর শুভ সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি তারেক চয়ন, ইমেজক্র্যাফট -এর প্রেসিডেন্ট শংকর দাস, পদ্মশ্রী খ্যাত বিমান বিহারী দাস সহ বিশিষ্টজনেরা। এই প্রদর্শনীতে জুনিয়র শিল্পীদের প্রতিভা প্রকাশ করার জন্য সুযোগ দেওয়া হয়েছিল। ৫০ জনেরও বেশি স্বনামধন্য শিল্পী তাঁদের কাজ উপস্থাপন করেছেন, যার মধ্যে রয়েছে ১০০-রও বেশি চিত্রকলা ও ভাস্কর্য। সনাতন নন্দী, রাম কুমার মান্না, গোপাল নস্কর, রাজু দেবনাথ, ড. সুজয় চক্রবর্তী, সুব্রত ঘোষ, প্রসেনজিত নাথ, কৌশিক পাল প্রমুখ শিল্পীরা প্রদর্শিত চিত্রকলা তৈরি করেছেন। কৌশিক পাল যিনি শর্মিষ্ঠা রায় চৌধুরী’র একটি ভাস্কর্য তৈরি করেছেন যা, এই প্রদর্শনীর অংশ ছিল।
মডেল শর্মিষ্ঠা রায় চৌধুরী বলেন, দ্য শেডস অফ নুড তাঁকে নুড মডেল হিসাবে প্রসিদ্ধ করেছে। তিনি আরও বলেন, ‘আমি যখন ক্যামেরার সামনে যাই তখন নিজেকে ক্যানভাস বা দেবীসত্ত্বা ছাড়া কিছু মনে হয়না’। আমাদের ‘শেডস অফ নুড-২’ এর উদ্দেশ্য ‘ভারতীয় সনাতন শিল্প যেখানে নারীর নগ্নতার একটি বিশাল স্থান রয়েছে সেটা আবার সমাজের বুকে ফিরিয়ে আনা’। প্রসঙ্গত, “বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের” পক্ষ থেকে কলকাতা নিউ টাউনে ফেব্রুয়ারি মাসে “নজরুল তীর্থে ” “দি শেডস অফ ন্যুড” প্রথমবার একটিমাত্র ক্যারেক্টার শর্মিষ্ঠা রায় চৌধুরীকে নিয়ে এই অনুষ্ঠান হয়। ৯৬ টি পেন্টিং, ফটোগ্রাফি ও স্কাল্পচার নিয়ে প্রদর্শনী অনুষ্ঠান করেছিলেন।