
ওঙ্কার ডেস্ক: বেশ কয়েক মাস টিআরপি তালিকার শীর্ষ স্থানে ছিল পরিণীতা। এই সপ্তাহে বাজিমাত জি বাংলার আরও দুই ধারাবাহিকের। জগদ্ধাত্রী ও ফুলকি ৭.০ পেয়ে শীর্ষ স্থানে জায়গা করে নিয়েছে। সাথে সাথে পরিণীতার রেকর্ডও ভেঙেছে। গত তিন মাস প্রথম স্থানে থেকএই টিআরপি জয়ী ধারাবাহিক ‘পরিণীতা’ এই সপ্তাহে এই সপ্তাহে পিছিয়ে দ্বিতীয় নম্বরে জায়গা করে নিয়েছে। ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৯। তৃতীয় স্থানে রয়েছে জলসার ধারাবাহিক ‘রাঙ্গামতির তীরন্দাজ’ তাঁদের প্রাপ্ত নম্বর ৫.৯। আগের সপ্তাহের মতোই চতুর্থ স্থানে রয়েছে পরুশুরাম। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৮। পঞ্চম স্থানে রয়েছে গীতা এলএলবি ও চিরদিনই তুমি যে আমার। তাদের প্রাপ্ত নম্বর ৫.৫।
এক দুই সপ্তাহও নয় টানা ৩ মাস শীর্ষে থাকার পর পিছিয়ে গেল পরিণীতা। অন্যদিকে বাকি দুই ধারাবাহিকও ফেলনা নয়। টিআরপি তালিকার প্রথম ৫’এ থাকা ধারাবাহিকই এই সপ্তাহে প্রথম স্থান দখল করেছে। একইভাবে লড়াই চালিয়ে যাচ্ছে জলসার ধারাবাহিক। টিআরপি তালিকা এমনই কে কাকে কখন ছাপিয়ে এগিয়ে যাবে বলা বাহুল্য। তাই প্রতিবারের মতই আবারও পরের সপ্তাহের অপেক্ষা। শীর্ষ স্থানে কি আবার ফিরতে পারবে পরিণীতা? তা এখন সময়ের হাতে।