
সুমন চক্রবর্তীঃ ওঙ্কার বাংলা, বেগুন বাগিচার ঠিকানা কেউ জানেন নাকি ! কমলেশ্বর মুখোপাধ্যায় কিন্তু জানেন। আর চেনেন গুরুপদ দত্তগুপ্ত নামে একজন মিশুকে, হাসতে জানা স্বপ্ন দেখতে জানা এক প্রানবন্ত তরুণকে, চেনেন তার গুরাখুর নেশা করা মাকে, বিনে পয়সায় মেয়েদের যোগব্যায়াম শেখানোর ব্রত নেওয়া বাবাকে, চটপটে কথা বলা খিটখিটে যোগেন মাস্টারকে, দেশি মদখোর, ধার করে শেয়ার মার্কেটে খুচরো টাকা লাগিয়ে বড়লোক হবার স্বপ্ন দেখা আলপিনকে। কমলেশ্বর মুখোপাধ্যায় এইসব অদ্ভুতুড়ে চরিত্র নিয়ে এসেছেন একটু সরে বসুন সিনেমায়, বেগুনবাগিচা নামে এক মফস্বলের ঠিকানায়। যেটা বাস্তব ও পরাবাস্তবের মাঝামাঝি এক জায়গা। বেগুন বাগিচার বেকার যুবক গুরুপদ, মা এবং পাড়া প্রতিবেশীদের খোঁটা খেয়ে আলপিনের বুদ্ধিতে এবং সহযোগিতায় মায়ের তোরঙ্গে রাখা রুপোর গড়গড়া বেচে ভাগ্য অন্বেষণে চলে আসে কলকাতাতে। সেখানে সে আশ্রয় পায় বড় চাকুরে ফটিকদা আর তাঁর ফ্যাশন দুরস্ত বৌদির বাড়িতে। ছেলেবেলায় কিছুটা ম্যাজিক শেখার সুবাদে তার সাথে ভাব হয় দাদা-বৌদির দুই বিচ্ছু ছেলে মেয়ের সাথে। তাদেরকে স্কুলে পৌঁছে দেওয়ার সময় দৈবাৎ সে ধরে ফেলে কাউন্সিলর এর প্রভাব পরিপুষ্ট দুই ব্যাংক লুটেরাকে এবং মিডিয়ার breaking news এর কল্যাণে অচিরেই হয়ে ওঠে শহরের নতুন সেলিব্রিটি “নতুন ভাই”।
তারপরেই শুরু হয় গুরুপদ এর প্রাণপণ চাকরি খোঁজা, bulls eye placement agency এর মালকিন রোকেয়ার পাল্লায় পড়া এবং শেষে চাকরি বিক্রির এজেন্সির গুন্ডার খপ্পরে পড়ে আহত হওয়া। এর মধ্যে গুরুপদকে খোঁজ করতে শহরে আসে তার মা, যিনি সন্ধ্যে আটটার পরেই গুরাখু এবং সামান্য তরলের নেশায় টলোমলো, খিটখিটে যোগেন মাস্টার এবং গুরুপদর প্রেমিকা পিয়া। এর পরেই শুরু হয় নানান মজাদার কাণ্ডকারখানা।
বনফুল-এর ছোটগল্প “পাশাপাশি” অবলম্বনে কমলেশ্বর মুখোপাধ্যায় এর চিত্রনাট্য বর্তমান বাস্তবধর্মী এবং কৌতুকমুখি সামাজিক সংলাপগুলি অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং কখনো চমকপ্রদ। বিভিন্ন চরিত্রে পরান বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, ঋত্বিক চক্রবর্ত্তী, পাওলি দাম, পায়েল সরকার, ইশা সাহা নিজেদের সুনাম রেখেছেন। আলপিনের চরিত্রে পার্থসারথি চক্রবর্ত্তী, এবং গুরুপদর মায়ের চরিত্রে মানসী সিনহা অনবদ্য। নেতার চরিত্রে সুব্রত দাশগুপ্ত স্বল্প পরিসরে স্বাভাবিক অভিনয় করেছেন। আবহ সঙ্গীতে দেবজ্যোতি মিত্র এবং কন্ঠে অরিজিৎ সিং এবং রূপঙ্কর বাগচি, অন্বেষা দাত্তগুপ্ত, শোভন গাঙ্গুলি, দীপান্তিতা আচার্য, সুনিধি চৌহান বেশ ভাল।
সোস্যাল স্যাটায়ার ভিত্তিক সিনেমা একটু সরে বসুন আপামর বাঙালিকে নিছক বিনোদন দেওয়ার পাশাপাশি বর্তমান সামাজিক পরিপ্রেক্ষিতে কিছুটা ভাবাবে নিশ্চয়ই। এখানেই পরিচালক হিসেবে কমলেশ্বর মুখোপাধ্যায় এবং প্রযোজক হিসেবে অসিত ঘোষ, অনিন্দ্য দাশগুপ্ত, এবং শ্রীজিত মুখার্জির সাফল্য। রেটিং ৭/১০