
স্পোর্টস ডেস্ক : ফের বিয়ে করলেন শোয়েব মালিক। ডিভোর্সের গুঞ্জনের মাঝে বিয়ে করলেন শোয়েব মালিক। বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই দিলেন চমক। সানিয়া মির্জার হাত ছাড়তে না ছাড়তেই ধরলেন নতুন সঙ্গীর হাত। পাক অভিনেত্রীকে বিয়ে করলেন শোয়েব মালিক। নায়িকা সানা জাভেদের সঙ্গে বিয়ে করলেন তিনি। পোস্ট করলেন বিয়ের ছবি। ছবিতে দেখা যাচ্ছে, সাদা শেরওয়ানিতে দেখা গিয়েছে শোয়েব মালিককে। পাক অভিনেত্রী পরেছিলেন সিলভার রঙের লেহেঙ্গা। পোশাকের সঙ্গে ম্যাচিং করে পরেছিলেন জুয়েলারি। নিজেদের ছবি পোস্ট করলেন শোয়েব মালিক ও তাঁর স্ত্রীভারতীয় তারকা টেনিস খেলোয়াড় সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের কথা ঘুরছে সর্বত্র। এর মাঝে প্রকাশ্যে এল নতুন বিয়ের খবর। সানা জাভেদকে বিয়ে করলেন তিনি।
শোয়েব ক্রিকেটার হিসেবে বিশ্ব খ্যাত। পাকিস্তানের খেলোয়াড় সে। তেমনই ব্যক্তিগত জীবন নিয়ে তিনি বারে বারে খবরে এসেছেন। সানিয়া মির্জাকে বিয়ে থেকে বিচ্ছেদ সব নিয়ে খবরে ছিলেন তিনি। সানিয়ার সঙ্গে বিচ্ছেদের পরই সানাকে বিয়ে করলেন শোয়েব মালিককে