
ওঙ্কার ডেস্ক: স্বেচ্ছামৃত্যুর পক্ষে সায় দিল ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্স। প্রায় ৫ ঘন্টা আবেগতাড়িত বিতর্কের পর স্বেচ্ছামৃত্যু সংক্রান্ত বিলটির পক্ষে ভোট দিয়েছেন ৩৩০ জন ব্রিটিশ এমপি। অন্যদিকে বিলের বিপক্ষে ভোট দিয়েছেন ২৭৫ জন। শুক্রবার এই ভোটাভুটি হয়। পার্লামেন্টের উচ্চকক্ষ, অর্থাৎ, হাউস অব লর্ডসে বিলটি পাশ হয়ে গেলে ইংল্যান্ড এবং ওয়েলসে আইনি স্বীকৃতি পাবে স্বেচ্ছামৃত্যু।
বিলটি নিয়ে বিতর্কের সময় একাধিক ব্রিটিশ এমপি নিজেদের নিকটাত্মীয়ের কথা স্মরণ করে আবেগবিহ্বল হয়ে পড়ে। যারা মৃত্যুপথযাত্রী মূলত তাদের কথা মাথায় রেখে বিলটি আনা হয়েছে। চূড়ান্ত ভোটাভুটি হওয়ার আগে বিলটিতে আরও যাচাই-বাছাই করা হবে।
বিলের সমর্থক ব্রিটিশ এমপিরা জানান, এই আইনটি মৃত্যুপথযাত্রীদের মর্যাদা দান করবে এবং দুর্ভোগ কমাবে।
তবে এই আইনের যাতে অপব্যবহার না হয় সেই বিষয়টি মাথায় রেখে বেশকিছু শর্ত রাখা হয়েছে বিলে। যেমন প্রস্তাবিত বিলটি ১৮ বছরের বেশি বয়সীদের অনুমতি দেবে। শুধু তাই নয় যাদের বেঁচে থাকার সম্ভাবনা ছয় মাসেরও কম, তাদের জন্য এই আইন প্রযুক্ত হবে। মারণ ওষুধ নিজে থেকেই নিতে হবে। শুধু তাই নয় দুইজন পৃথক ডাক্তারকে দেখাতে হবে। তবে বিলটি স্কটল্যান্ড বা উত্তর আয়ারল্যান্ডের জন্য প্রযোজ্য হবে না।