
ওঙ্কার ডেস্ক : এসএসকেএম এর ডাক্তারের নাম করে বহুদিন ধরে চলছে রোগী চিকিৎসা। ভুয়ো চিকিৎসক সেজে একটি ঔষুধের দোকানে চেম্বার খুলেছিলেন তিনি। ঘটনাটি জানাজানি হতেই হাতেনাতে পাকড়াও করে পুলিশ।
এসএসকেএম ডাক্তার সেজে রুগী চিকিৎসা করতেন এক ভুয়ো চিকিৎসক। অভিযুক্তের নাম অনুপম বোস। আদতে হাতুড়ে চিকিৎসক তিনি। বহুদিন ধরে এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ইন্দ্রনীল বোসের নাম ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে আমতায় জমিয়ে চেম্বার করছিলেন তিনি। এই বিষয়টি এক বন্ধু মারফত খবর পাওয়া মাত্রই চক্ষু পরিদর্শনে আমতায় যান ইন্দ্রনীল বোস।পুরো বিষয়টি জানা মাত্রই ১৩ জানুয়ারি ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই চিকিৎসক। এরপরই পুরো বিষয়টি তদন্তে নামে ভবানীপুর থানার পুলিশ। হাওড়া জেলার গ্রামীণ পুলিশকে যোগাযোগ করা হয়।
লিখিত অভিযোগের পরই বুধবার চন্দ্রপুর ফাঁড়ির এক তদন্তকারী অধিকারিক রোগী সেজে ওই ভুয়ো চিকিৎসকের চেম্বারে নাম লেখায়। তারপরই পুলিশি জেরায় সবটা স্বীকার করে ওই ভুয়ো চিকিৎসক। ওই ভূয়ো চিকিৎসকের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে উলুবেড়িয়া আদালতে তোলা হয়। ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বিচারক।