
প্রদীপ মাইতি, পূর্ব মেদিনীপুরঃ হলদিয়ার বন বিষ্ণুপুর বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলাদের পোশাক পরিবর্তনের ঘরের দেওয়ালে গোপন ক্যামেরা লাগানো অভিযোগে গ্রেপ্তার ১। পুলিশ সুত্রে খবর অভিযুক্ত ওই হাসপাতালেরই একজন স্বাস্থ্যকর্মী।
হাসপাতালে মহিলাদের পোশাক পরিবর্তনের ঘরের দেওয়ালে গোপন ক্যামেরা লাগানো নিয়ে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ভবানীপুর থানার পুলিশ। উদ্ধার হয় গোপন ক্যামেরা। সুরজিৎ ধাড়া নামে এক স্বাস্থ্যকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে, হলদিয়ার বন বিষ্ণুপুর বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে। বৃহস্পতিবার, আদালতে তোলা হয় অভিযুক্ত সুরজিৎকে। সাবাল জবাবের পর অভিযুক্তর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ বিচারক। আই পি সি ৩৪৫ সি ও তথ্যপ্রযুক্তি আইনে মামলা আদায় জামিন অযগ্য ধারায় মামলা দাতের হয়েছে সুরজিৎ ধাড়ার নামে।
হলদিয়া মহকুমা পুলিশ আধিকারিক রাহুল পান্ডে জানান, মহিলাদের পোশাক পরিবর্তনের রুমে এই যুবক স্পাই ক্যামরা লাগিয়ে রেখেছিল বলে অভিযোগ। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি তদন্ত শুরু করা হয়েছে আর কারা কারা যুক্ত এই ঘটনার সঙ্গে। ক্যামেরাটি উদ্ধার করে পরীক্ষার জন্য ল্যাবরেটরীতে পাঠানো হয়েছে।