
নিজস্ব প্রতিনিধিঃ দিওয়ালিতে মেতেছে আমেরিকা। উৎসব উপল্যক্ষে বন্ধ থাকছে নিউ ইয়র্কের সমস্ত স্কুল। ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে আনন্দে মাতোয়ারা আম মার্কিন মুলুকের নাগরিকেরা। আলোয় সেজেছে আমেরিকার একাধিক জনপদ। হোয়াইট হাউসে পরিবারের সঙ্গে দিওয়ালি পালন করছেন প্রেসিডেন্ট জো বাইডেন। চলতি বছরের জুনেই দিওয়ালির সময় সমস্ত স্কুলে ছুটির দেওয়ার সিদ্ধান্ত নেন নিউ ইয়র্কের মেয়র এরিক অ্য়াডামস। জারি হয় সরকারি বিজ্ঞপ্তি। ভিডিয়ো বার্তায় নিউ ইয়র্কবাসীকে দিওয়ালির শুভেচ্ছা জানান মেয়রের দফতরের ডেপুটি কমিশনার। আমেরিকার পাশাপাশি আলোর উৎসবে মেতেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।দিওয়ালি উপল্যক্ষে একটি বিশেষ স্টম্পের উদ্বোধন করেছেন কানাডার প্রধানমন্ত্রী।