
নিজস্ব প্রতিনিধিঃ দমদমে হনুমান মন্দিরের কাছে বেআইনী ঝুপড়িতে বিধ্বংসী আগুন।ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন। আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকল আধিকারিকরা। আগুন লাগার কারণ জানা যায়নি। কালো ধোঁয়ায় ডেকে যায় গোটা এলাকা। দার্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। হতাহতের কোন খবর নেই। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দমদম লোকসভার বাম প্রার্থী
সুজন চক্রবর্তী। প্রচার ছেড়ে ঘটনাস্থলে আসেন সুজন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। পাশে থাকার বার্তাও দেন সুজন চক্রবর্তী।
দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত,তৃণমূল প্রার্থী সৌগত রায়। ও রাজ্যের দমকল মন্ত্রী ঘটনাস্থলে আসেন। এছাড়া খবর পেয়ে ছুটে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু ।তিনি বলেন, আগুন নেভানোর জন্য রোবোট আনা হচ্ছে।
সূত্রের খবর এই এলাকায় একটি বেআইনী গরুর খাটাল ছিল বলে অভিযোগ। কি ভাবে প্রশাসনের নাকের ডগায় বেআইনী খাটাল চলছিল তা নিয়ে প্রশ্ন উঠছে।