
নিজস্ব প্রতিনিধিঃ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত আফ্রিকার তানজানিয়া। এখনও পর্যন্ত সেখানে ৬৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সে দেশের সরকার। গত অক্টোবর থেকে সেখানে শুরু হয়েছে বর্ষার মরশুম। সেই বৃষ্টিই ক্রমে ভয়াল রূপ ধারণ করেছে। বিবিসি সূত্রে খবর, তানজানিয়ার উত্তরাঞ্চলের হানাং পর্বতের ঢালের কাছে ভূমিধস নামে। টানা বৃষ্টিপাতের জেরেই এই ভূমিধসের ঘটনা ঘটেছে। অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছেন বহু মানুষ। উদ্ধারকাজ চলছে। প্রসঙ্গত, প্রতিবছরই বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় তানজানিয়ায়।