
স্পোর্টস ডেস্ক :আকাশবাণী কলকাতার বিশেষ নিবেদন, “আমরা করবো জয় ” আয়োজিত হল ৩০শে জুলাই, ২০২৩, ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্স, (আই.সি.সি.আর.) -এর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে।
ভারতের জি20 গোষ্ঠীর সভাপতিত্ব ও নারী শক্তির উদ্যাপনের লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ দিলেন শ্রী রাজীব ভট্টাচার্য্য, আকাশবাণী ও দূরদর্শনের পূর্বাঞ্চলের অনুষ্ঠান বিষয়ক আঞ্চলিক প্রধান।
মূল অনুষ্ঠান শুরু হল “স্বয়ংসম্পূর্ণা নারী, শক্তিশালী জি-টোয়েন্টি” বিষয়ে একটি আলোচনা সভা দিয়ে।
অংশগ্রহণে করলেন, ডঃ ধৃতি বন্দোপাধ্যায়, নির্দেশক, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া,
শ্রীমতি কেয়া শেঠ, পরিচালন অধিকর্তা, কেয়া শেঠ গ্রুপ অফ কোম্পানিস, অধ্যাপক ডঃ মহুয়া দাস, উপাচার্য্য, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ও শ্রীমতি শান্তি দাস বসাক, অতিরিক্ত পুলিশ সুপার, পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশন। নিজ-নিজ ক্ষেত্রে মহিলাদের স্বশক্তিকরণ বিষয়ে কথা বললেন তাঁরা। নিজেদের কর্মক্ষেত্রের অভিজ্ঞতাও ভাগ করে নিলেন, এই বিষয়ে জি20 গোষ্ঠীর নানান প্রকল্পের কথাও আলোচিত হল।
সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথমে পরিবেশিত হল দুটি সমবেত নৃত্যনাট্য, উপস্থাপনায় মহারাজা মণীন্দ্র চন্দ্র কলেজের ছাত্রীরা এবং উইমেন্স কলেজ ক্যালকাটা’র ছাত্রীরা। নারী শক্তির উদযাপন ছিল এই পরিবশনগুলির মূল লক্ষ্য।
এরপর নারী জাগরণ ও দেশপ্রেম বিষয়ক গান শোনালেন বিশিষ্ট গায়িকা শ্রীমতি চন্দ্রাবলী রুদ্র দত্ত।
সুরে-সুরে ধ্বনিত প্রেক্ষাগৃহ তিনি ছেড়ে যাওয়ার পর বিশিষ্ট বাচিক শিল্পী শ্রীমতী ব্রততী বন্দ্যোপাধ্যায় তাঁর আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানে অন্য মাত্রা যোগ করলেন। তাঁর পরিবেশিত কবিতাগুলির বিষয় ছিল “নারীত্ব ও মাতৃশক্তি” । এছাড়াও গোটা অনুষ্ঠান জুড়েই উপস্থিত দর্শকদের জন্য চলল Quiz।