
ওঙ্কার ডেক্স: কেন্দ্রের উপর বিক্ষোভগার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছিলেন গঙ্গাসাগরের সেতু তৈরি করবে রাজ্য। শুধু প্রতিশ্রুতি দেওয়া নয়। এবার প্রকাশ্যে এল সেতুর নীল নকশা। এর জন্য খরচ হবে প্রায় দেড় হাজার কোটি টাকা। পাশাপাশি সেতুর সার্ভে, টেন্ডার, ডিপিআর সংক্রান্ত কাজও সম্পূর্ণ বলে সূত্রের দাবি। মুড়িগঙ্গা নদীর উপর দিয়ে তৈরি হবে এই সেতু। যার নাম হবে ‘গঙ্গাসাগর সেতু,,নামকরণ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ হবে এই সেতু। ৪ লেনের সেতু হবে। থাকছে ফুটপাতও। এই সেতু তৈরি হলে, কাকদ্বীপ ও কচুবেড়িয়াকে যুক্ত করবে।আগামী ৪ বছরের মধ্যে সেতু তৈরির কাজ সম্পন্ন করার সময়সীমা ধার্য করা হয়েছে। সেতু তৈরি করতে মোট ১২.৯৭ একর জমি কিনতে হবে রাজ্য সরকারকে। কাকদ্বীপ অংশে কিনতে হবে ৭.৯৫ একর জমি। আর কচুবেড়িয়াতে কিনতে হবে ৫.০১ একর জমি। শীঘ্রই এই সেতু তৈরির কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গঙ্গাসাগরের সেতুটি ওই এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল। গঙ্গার মোহনায় অবস্থিত এই দ্বীপের বাসিন্দাদের যোগাযোগের এক মাত্র ভরসা জলপথ। আর এই জল পথে জোয়ার-ভাটার কারণে বারবার আটকেও পড়তে হয়। মূলত এইসব সমস্যাগুলির কথা ভেবেই গঙ্গাসাগরের কাছে সেতু তৈরির জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছিল রাজ্য সরকার। কিন্তু কেন্দ্রের কাছ থেকে শুধু আশ্বাস মিলেছে বলে অভিযোগ। তাই সেতু এবার তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারই।