
প্রতিনিধিঃ তাপ বাড়ছে লোহিত সাগরে। সেখানে ভাসমান পন্যবাহী জাহাজের ওপর হামলা চালাচ্ছে ইরান সমর্থিত ইয়েমেনর হুথি জঙ্গিরা। এরা মুলত প্যালেস্টাইনের সমর্থক। পরিস্থিতি সামলাতে গত দুদিন ধরে পাল্টা হামলা চালায় ব্রিটেন ও আমেরিকার যৌথ বাহিনী। আমেরিকার দাবি হুথিদের ২৮ টি ঘাঁটি ধ্বংস করেছে তারা। হুথি হুমকি দিয়েছে জবাব দিতে প্রস্তুত তারা।