
নিজস্ব প্রতিনিধিঃ বুধবার সকালে গাজা স্ট্রিপের আলসিফা হসপিটাল এর শেষ পর্যন্ত ঢুকে পড়ল ইসরাইল সেনা। ইতিমধ্যে হাসপাতাল চত্বরে প্রায় ১২ জনের মৃত্যু হয়েছে বলে অসমর্থিত সূত্রের খবর। ইজরায়েলি বাহিনীর দীর্ঘদিন ধরে এই অভিযোগ করছিল যে এখানে হামাসের যোদ্ধারা ঘাঁটি গেড়েছে। আলসিফা হাসপাতালের ডিরেক্টর এক ভিডিও বার্তায় জানিয়েছেন, ইজরায়েলি বাহিনী ঢুকে বেসমেন্টেও তল্লাশি চালিয়েছে। কিন্তু কিছু খুঁজে পায়নি ওরা।
হাসপাতাল চত্বরে যুদ্ধ বিধ্বস্ত যে শরণার্থীরা আশ্রয় নিয়েছিল তারা সাদা পতাকা দেখিয়ে বেরিয়ে যাচ্ছিল। তাদের উপরেও হামলা চালিয়েছেইসরাইল বাহিনী। প্যালেস্টাইন কর্তৃপক্ষের আরও দাবি আলসিবে হাসপাতালে ঘটনার সময় যে সমস্ত সাংবাদিকরা উপস্থিত ছিলেন ইজরায়েল সেনা সবাইকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে।