বিক্রমাদিত্য বিশ্বাস,উত্তর দিনাজপুর:ফের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত এক তৃনমূল নেতা। বুধবার দুপুর তিনটে নাগাদ গোয়ালপোখর এক নং ব্লকের পাঞ্জিপাড়া গ্রামপঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান মহম্মদ রাহি কে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা।বুধবার সকালে মোটর সাইকেল নিয়ে কাজে বেরিয়েছিলেন তিনি, বাড়ী ফেরার পথে রাস্তায় তার মোটর সাইকেলকে দাঁড় করিয়ে তাকে গুলি করে দুস্কৃতিরা। । আশংকাজনক অবস্থায় তাকে কিশানগঞ্জ লায়েন্স ক্লাব হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে শিলিগুড়িতে রেফার করেন। বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে । প্রতিবাদে এলাকাবাসীরা পাঞ্জিপাড়ার ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।সম্পূর্ন ঘটনার তদন্ত শুরু করেছে পাঞ্জিপাড়া ফাড়ির পুলিশ।