
স্পোর্টস ডেস্ক : ২০২৪ আইপিএলে যেমন গৌতম গম্ভীর মেন্টর হিসেবে কলকাতা নাইট রাইডার্স দলে কামব্যাক করেছেন। ঠিক তেমনই প্রত্যাবর্তন ঘটেছে আর এক নাইট তারকা মনীশ পান্ডের। তার ব্যাটে ভর করেই শেষবার ২০১৪ সালে ফাইনালে কিংস ইলেভেন পঞ্জাবকে হারিয়ে শেষবার আইপিএল ট্রফি জেতে নাইটরা। কেটে গেছে ১০ টা আর ট্রফি আসেনি। এবার কী হবে! এদিন কেকেআরের অনুশীলন শেষে মনীশ পান্ডে জানালেন,’আমি ছ”বছর পরে ফিরছি। ২০১৭ তে আমি শেষ খেলেছিলাম। কেকেআরে ফিরে মনে হচ্ছে ঘরে ফিরেছি। আমি এখানে চার বছর কাটিয়েছি। কেকেআর থেকে অনেক কিছু পেয়েছি। গৌতি ভাইয়ের (গৌতম গম্ভীর )সঙ্গে ফিরে আসা খুবই স্পেশাল। আমাদের ইতিহাস ভাল। আইপিএল জিতেছি। তাই দারুণ লাগছে। এখনও খুব বেশি কথা হয়নি। আশা করছি প্রথম ম্যাচের আগে পুরো চিত্র পরিষ্কার হয়ে যাবে। আমার থেকে ম্যানেজমেন্ট কী চায় জেনে যাব। পুরনো অনেকে আছে। সঙ্গে নতুনরাও। কেকেআরের ফিরতে পেরে খুবই ভাল লাগছে।আমাদের দলটা ভালো চন্দু স্যার (কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ) আর গৌতি স্যারের পার্টনারশিপ বেশ ভালো। আমাকে দল যে দায়িত্ব দেবে যে পজিশনে ব্যাট করতে বলবে আমি করব।’ ২০১৪ সালের পরে কেনো ট্রফি নেই! মনীশ বললেন,’২০১৪ সালে আমরা প্রথম অনেকগুলো ম্যাচে হেরে খুব খারাপ জায়গায় ছিলাম। তারপর টানা ৭ ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হই।কখনও ভাগ্যের ওপর নির্ভর করে। তবে তার থেকেও বেশি নির্দিষ্ট দিনে মাঠে আচরণের ওপর। ভয়ডরহীন আচরণ রাখতে হবে। এগারোজন মিলে সেরাটা দিলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব বলে আমি মনে করি।’নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার চোটের কবলে। তবে মনীশ পান্ডে আশা করছেন খুব দ্রুত সুস্থ হয়ে তিনি দলের সঙ্গে যোগ দেবেন।