
স্পোর্টস ডেস্ক : আইএসএলের ডার্বি ড্র। ২-২ ব্যবধানে যুবভারতীর ডার্বি ড্র হলেও রেফারির মান নিয়ে ফের প্রশ্ন উঠলো। ফেডারেশনের বারবার সতর্কতার পরেও যে রেফারি উন্নত হয়নি সেটা ফের দেখা গেলো। আর ম্যাচের পরে মোহনবাগান আর ইস্টবেঙ্গল দুই দলেরই কোচই রেফারি নিয়ে অসন্তুষ্ট। বাগান কোচ আন্টেনিও লোপেজ হাবাস যেমন বললেন,’এত সময় নষ্টের পর মাত্র ৭ মিনিট অতিরিক্ত দেওয়া হল। অন্তত ১২-১৪ মিনিট দেওয়া উচিত ছিল। আর ইস্টবেঙ্গলকে যেটা পেনাল্টি দেওয়া হল, ওটা মোটেও পেনাল্টি ছিল না।’ তবে হাবাস আরও জানালেন,’সমর্থকদের কথা ভেবে জেতার জন্য নেমেছিলাম। ড্র হয়েছে, তবে সমর্থকদের কথা ভেবে খুশি। পরিস্থিতি বিচার করে বারবার পরিকল্পনা বদলাতে হয়েছে। মাত্র ৪ দিন সময় পেয়েছি দলকে গোছানোর ফলাফলে আমি খুশি। লম্বা লিগ। এখন সব ম্যাচে জেতাই আমাদের টার্গেট।’ এদিকে মোহনবাগানের দ্বিতীয় গোলের সময় নন্দকুমারকে ফাউল করেন সাহাল অভিযোগ ইস্টবেঙ্গলের। সেটা নিয়ে ম্যাচের শেষে লাল হলুদ হেডস্যার কার্লস কুয়াদ্রাত জানালেন,’নন্দকুমারকে ফাউল করা হয় তখন বক্সে। তাই ওদের দ্বিতীয় গোল বাতিল করা উচিত ছিল রেফারির।ম্যাচে অনেক কিছু হয়েছে। প্রচুর ফাউল হয়েছে। দু”দলের ফুটবলাররাই লড়াই করেছে। অনেক সিদ্ধান্ত আমাদের বিরুদ্ধে গিয়েছে। সবাই দেখেছে কী হয়েছে। এই নিয়ে আমার কিছু বলার নেই।’